সমবায় নথি অ্যাপ ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী এই শর্তাবলী মেনে চলতে সম্মত হন। ব্যবহারকারী কোনও
অবস্থাতেই এমন কোনো কার্যক্রম করতে পারবেন না যা ইসলামী শরীয়াহ, বাংলাদেশের সংস্কৃতি ও বিশ্বাস
অথবা রাষ্ট্রের প্রযোজ্য আইন এবং নিয়মের পরিপন্থী।
ব্যবহারকারী রিবা, সুদ, জুয়া বা অন্য কোনো অবৈধ আর্থিক কার্যক্রমের সাথে যুক্ত কার্যক্রম সম্পাদন
করতে পারবেন না। সমস্ত আর্থিক লেনদেন, হিসাব-নিকাশ এবং তথ্যের ব্যবহার ইসলামী শরীয়াহ অনুসারে এবং
বাংলাদেশের আইনগত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকবে।
ব্যবহারকারী সমবায় নথি অ্যাপের নিরাপত্তা, সুরক্ষা এবং কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে সম্মত
থাকবেন। অন্য কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট, তথ্য বা সিস্টেমে অননুমোদিত প্রবেশ, পরিবর্তন বা ক্ষতি
সাধন করা কঠোরভাবে নিষিদ্ধ।
সমবায় নথি অ্যাপ ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী স্বীকার করেন যে, অ্যাপের সমস্ত তথ্য এবং সামগ্রী
শুধুমাত্র অনুমোদিত উদ্দেশ্যের জন্য ব্যবহার করা হবে এবং কোনও প্রকার অবৈধ বা অনৈতিক কাজে ব্যবহার
করা যাবে না।
এই শর্তাবলী পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষিত। ব্যবহারকারীর দায়িত্ব হলো নিয়মিত এই
শর্তাবলী পর্যালোচনা করা এবং যে কোনো পরিবর্তন মেনে চলা।